History Short Question From Indus Valley to Gandhian Era In Bengali (Part 6)
23. মোহাম্মদ ঘোরীর প্রকৃত নাম কী ছিল?
উঃ মুইজউদ্দিন।
124. খলজী বিপ্লবের নায়ক কে ছিলেন?
উঃ জালালউদ্দিন খলজী।
125. তৈমুর লং এর ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন?
উঃ নাসিরউদ্দিন মামুদ।
126. আমির খসরু কার সভাকবি ছিলেন?
উঃ আলাউদ্দিন খলজীর।
127. হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়?
উঃ আমির খসরুকে।
128. তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন?
উঃ ১৩৯৮ সালে।
129. দিল্লির সুলতানদের মধ্যে ‘দ্বিতীয় আলেকজাণ্ডার’ উপাধি কে গ্রহণ করেন?
উঃ আলাউদ্দিন খলজী।
130. মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন?
উঃ আলাউদ্দিন খলজীর।
131. দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন?
উঃ আলাউদ্দিন খলজী।
132. তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল?
উঃ ১৫৬৫ সালে।
133. কুনিক উপাধি কে গ্রহণ করেন?
উঃ অজাতশত্রু।
134. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ বিম্বিসার।
135. আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা কে?
উঃ কৃষ্ণদেব রায়।
136. ‘হাজার মন্দির’ ও ‘বিটল স্বামী মন্দির’ কে নির্মাণ করেন?
উঃ কৃষ্ণদেব রায়।
137. হিন্দু উত্তরাধিকার আইন এর গ্রন্থ ‘দায়ভাগ’ এর প্রণেতা কে?
উঃ জীমূতবাহন।
138. কাকে অন্ধ কবিতার পিতামহ বলা হয়?
উঃ পেদ্দনকে।
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
140. ‘আত্মচরিত গ্রন্থটির রচয়িতা কে?
উঃ শিবনাথ শাস্ত্রী।
141. ‘দি ইণ্ডিয়ান স্ট্রাগল’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সুভাষচন্দ্র বসু।
142. ‘জীবনস্মৃতি’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
143. ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সরলাদেবী চৌধুরানী।
144. ‘বৌদ্ধধর্মের ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ লামা তারানাথ।
145. ফটোগ্রাফির সূচনা প্রথম কবে কোথায় হয়?
উঃ ১৮৩৯ সাল নাগাদ ইউরোপে।
146. ক্যালোটাইপ সোসাইটি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৪৭ সালে লণ্ডনে।
147. কবে কোথায় রয়েল ফটোগ্রাফিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৫৩ তে লণ্ডনে।
148. জিগুরাত কী?
উঃ প্রাচীন মিশরে নগর দেবতার উদ্দেশ্যে তৈরি মন্দিরকে জিগুরাত বলে।
149. ‘বিজ্ঞানের ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সমর সেন।
150. ‘প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞান’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ডঃ দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়।
151. ‘উইমেন ইন মর্ডাণ ইণ্ডিয়া’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ নীরা দেশাই।
152. ‘দি ইণ্ডিয়ান উইমেনঃ ফ্রম পর্দা টু মডার্নিটি’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ জেরাল্ডিন ফোর্বেস।
153. গান্ধীজীর আত্মজীবনীটির নাম কী?
উঃ আত্মজীবনী (An autobiography)।
Comments
Post a Comment